ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান দুই যুগেরও বেশি সময় সিনেমার জগতে রাজত্ব করেছেন। এর মধ্যে তিনি বহু ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। এবার তিনি আসছেন একেবারে নতুন জগতে। তিনি ক্রিকেট লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দিচ্ছেন। ঢাকা ক্যাপিটালসের কর্ণধার হিসেবে তাকে দেখা যাবে ক্রিকেট মাঠে। সোমবার সকালে ঢাকার একটি হোটেলে বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফলতার পেছনে সে দেশের তারকাদের অনেক বড় হাত আছে। এটি এতটাই জনপ্রিয় যে দেশটির বিখ্যাত তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে। যেমন শাহরুখ খান, প্রীতি জিন্তা, জুহি চাওলা, শিল্পা শেঠি। এবারে এই তারকাদের পথে হাঁটবেন শাকিব খান! এবারের বিপিএলে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান একটি দল কিনেছে।
বিপিএলে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেছেন, ‘আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। আমি সব সময় চেয়েছি, আমার স্বপ্ন ছিল, কীভাবে সিনেমা ও ক্রিকেটকে একসাথে এক করা যায়। আমরা সবাই জানি, সিনেমা থ্রিল আর রোমাঞ্চে ভরপুর। অন্যদিকে ক্রিকেট মাঠের খেলা এক্সাইটমেন্টে ভরপুর। এই দুটি শক্তিকে একসাথে নিয়ে গেলে চমৎকার দেখা যাবে। আমরা আমাদের দলের নাম ঘোষণার পর রকমের একটি আভাস পেয়েছি।’
তিনি তার দল ঢাকা ক্যাপিটালস নিয়ে আরও বলেছেন, ‘আপনারা সবাই দেখেছেন, যখন আমাদের দলের ঘোষণা হয়েছে, তখন দেশ-বিদেশ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমাদের অনেকটা অভিভূত করে ফেলেছে। সিনেমা প্রেমীদের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছি, তেমনি ক্রিকেট ভক্তদের কাছ থেকেও পেয়েছি। সবাই এত ভালোবাসা দেখাচ্ছেন, সবার উত্তেজনা ও আগ্রহ দেখে আমরা নিজেদের আবেগ আনন্দ ধরে রাখতে পারছি না। আমরা সব সময় ক্রিকেটকে ভালবেসেছি। বাংলাদেশের সিনেমার মতো বাংলাদেশের ক্রিকেটও আমাদের। আমাদের দল ঘোষণার পর দেখলাম আমরা যতটা আনন্দিত ও উচ্ছ্বসিত, আমাদের চেয়ে বাংলাদেশের মানুষ আরো বেশি আনন্দিত। এবার বিপিএলে অংশ নেওয়া প্রতিটি দলকে আমাদের ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে শুভকামনা। প্রতিটি দলই খুব সুন্দরভাবে নিজেদের সাজিয়েছে। আমি ও আমরা আশা করছি এবার মাঠের লড়াইটা জমবে।’
বিপিএলের অফিসিয়াল প্লেয়ার ড্রাফটে শাকিব খানের যোগদানকে ক্রিকেট প্রেমীরা অতিরিক্ত আকর্ষণ হিসেবে দেখছে। পাঁচ তারকা হোটেলে হওয়া প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের সব আলোচনা শাকিব খানকে ঘিরেই ঘটেছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই ড্রাফটে উপস্থিত ছিলেন সব দলের মালিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।
শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের মধ্যে আছে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান ও শাহাদাত হোসেন। বিদেশী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা।