৫২ জাতীয় ডেস্ক ।।
দেশে নতুন নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব রোগের বিষয়ে জনগণ ও চিকিৎসকদের আরো সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট এ চক্ষু চিকিৎসকদের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় উল্লেখযোগ্য হারে কমেছে শিশু ও মাতৃমৃত্যু।’ তবে গর্ভকালীন মায়েদের আরো সচেতন হতে হবে বলে মনে করেন তিনি। জন্মগত অন্ধত্ব ও চোখের রোগ প্রতিরোধে গর্ভকালীন মায়েদের সচেতন হওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা।
সাধারণ মানুষের উন্নত চোখের চিকিৎসা প্রদানে প্রতি জেলা ও উপজেলায় চক্ষু বিশেষজ্ঞের ব্যবস্থা করার সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। চক্ষু বিশেষজ্ঞ ও চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন সব সময় আলোকিত ভবিষ্যৎ দেখতে পায় সেভাবে কাজ করবেন।’
এসময় অন্ধত্ব ও চোখের রোগ এড়াতে সবাইকে চোখের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। চোখ দিয়ে আমরা দেখি। চোখের যত্ন নেয়ার বিষয়ে আরো সচেতন হতে হবে।
ইতোমধ্যে গোপালগঞ্জে বেগম ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটার ওপর আরো গবেষণা করা হবে, যাতে মানুষ সেবা পায়। সেখান থেকে সেই ব্যবস্থা নেয়া হবে। ইনস্টিটিউটগুলো একদিকে যেমন বিশেষজ্ঞ তৈরি করবে, অপরদিকে সেবার মান বাড়বে।’
শেখ হাসিনা বলেন, ‘চিকিৎসা সেবা দেয়া আমাদের কর্তব্য, আমাদের সরকার তাই মনে করে। ইদানিং নতুন নতুন আরো রোগ দেখা দিচ্ছে। সেগুলোও কিভাবে মোকাবেলা করা যায়, সেগুলোর চিকিৎসা কিভাবে মানুষকে দেয়া যায়, সে বিষয়ে আরো সচেতনতা দরকার। চিকিৎসা সেবা আরো উন্নত করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।’
চিকিৎসা সরঞ্জাম সহজলভ্য করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক হ্রাস করেছি, কোন কোন ক্ষেত্রে শুল্ক মুক্ত করে দিয়েছি। সে হিসেবে চক্ষু চিকিৎসার সরঞ্জামও শুল্ক মুক্ত হওয়ার কথা। এটা যদি এখনো না হয়ে থাকে এটা করতে হবে।’
বাংলাদেশ চক্ষু বিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহেদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রমুখ।