, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
বিকাল ৪:৩৫,TV



রবিবার থেকে সারা দেশে ৭২ ঘন্টার হরতাল

৫২ রাজনীতি ডেস্ক।।

রোববার থেকে সারাদেশে একযোগে ৭২ ঘন্টার হরতাল ডেকেছে বেএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৭২ ঘণ্টা এ হরতাল পালন করা হবে।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুঘ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এ হরতাল আহ্বান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী রবি, সোম ও মঙ্গলবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার সকাল ৬টা পর্যন্ত ২০ দলীয় জোটের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।

বিজ্ঞপ্তিতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ৭২ ঘণ্টার হরতাল পালনের জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ