, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
বিকাল ৪:৪৮,TV



সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ছয়

 

৫২ আন্তর্জাতিক ডেস্ক।।

সিরিয়ার গোলান উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ছয় হেজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে সংগঠনটির সিরিয়া শাখার প্রধান ও সাবেক এক জেষ্ঠ্য নেতার ছেলে রয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হেজবুল্লাহ সদস্যদের একটি গাড়ি বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার কড়া জবাব দেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এদিকে, হামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ইসরাইল। এই হামলায় বেশ কয়েকজন ইরানি সেনা নিহত হয়েছে বলেও জানা গেছে। দেশটির একটি ওয়েবসাইটে এই তথ্য দেয়া হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াইয়ে অংশগ্রহণ করছিল তারা।

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ