৫২ মফস্বল ডেস্ক।।
বেনাপোল থেকে ১৭টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে কাগজপুকুর গ্রামের একটি কলাবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় বোমাগুলে উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার এসআই মনির হোসেন বেনাপোলের কাগজপুকুর গ্রামে অভিযান চালায়। এসময় স্কুলপাড়ার আতিয়ার রহমানের বাড়ির পাশে একটি কলাবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৭টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
কোনো নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।