৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সামরিক মহড়ার মূল লক্ষ্য হচ্ছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা। এ কথা বলেছেন, আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি।
আজ (বুধবার) ইরানের দক্ষিণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আইআরজিসি সামরিক মহড়া শুরু করেছে এবং সমুদ্রে কল্পিত শত্রুর মাইন অপসারণের মাধ্যমে এর প্রাথমিক পর্ব শেষ হয়।
তিনি বলেছেন, “এবারের মহড়ার লক্ষ্য হচ্ছে পাল্টা জবাব দেয়া সে কারণে আশা করব বহিঃশত্রুরা ইরানের নিরাপত্তা-বিরোধী তৎপরতা থেকে বিরত থাকবে।”
তিনি আরো বলেন, “হরমুজ প্রণালীর নিরাপত্তার বিষয়ে আমরা নিজেদেরকে অভিভাবক মনে করি এবং আমরা এ মহড়ার মাধ্যমে তা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি।”
এছাড়া, মহড়ায় আইআরজিসি’র নৌশাখার স্পিডবোটের তৎপরতা পর্যবেক্ষণ করা এবং উপকূল থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে মহানবী (স)-৯। মহড়ায় আইআরজিসির বিমান শাখাও অংশ নিচ্ছে।
সূত্র:রেডিও তেহরান