৫২ জাতীয় ডেস্ক ।।
দেশটিভির একটি গাড়িসহ রাজধানীতে পৃথক স্থানে সাতটি গাড়িতে অগ্নিসংযোগ ও একটি গাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে মৌচাক, যাত্রাবাড়ী, কমলাপুর ও কাকলী রেলক্রসিং এলাকায় এ সব ঘটনা ঘটে।
মৌচাকে দেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই প্রতিষ্ঠানের একটি গাড়ি ও দুটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা ৬ নম্বর রুটের আরও একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করে। এর আগে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে জানা গেছে।
একই সময়ে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় একটি যাত্রীবাহী পরিবহন ও দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। কমলাপুরে দুর্বৃত্তরা সাতটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাহন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়। রাজধানীর কাকলী রেলক্রসিং এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করে হরতাল-অবরোধ সমর্থনকারীরা।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ছয়টি গাড়িতে আগুনের খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।