ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। তবে আপ লাইনে অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকাগামী সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার পরপরই স্থানীয় প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।
শনিবার বিকেল ৩টায় সদর উপজেলার চিনাইর এলাকায় ডাউন লাইন বেঁকে এ সমস্যার সৃষ্টি হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান বাংলামেইলকে জানান, বেঁকে যাওয়ার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছ, অতিরিক্ত গরমে এই লাইন বেঁকে যেতে পারে। আপ লাইনে রেল যোগাযোগ স্বাভাবিক আছে।
রেললাইন মেরামতে কাজ করা হচ্ছে। দ্রুত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।