৫২ জাতীয় ডেস্ক।।
বাংলাদেশের সবচেয়ে বড় আইনজীবী সমিতি- ঢাকা বারের ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে সরকারবিরোধী নীল প্যানেলের প্রার্থীরা ২৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০টি পদে বিপুল বিজয় লাভ করেছেন। এছাড়া বাকি পাঁচটি পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মো. মাসুদ আহমেদ তালুকদার। তিনি সাদা প্যানেলের সাইদুর রহমান মানিককে ২৩০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মাসুদ আহমেদ তালুকদার পেয়েছেন ৪ হাজার ৫৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ওমর ফারুক ফারুকী ৫৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন সাদা প্যানেলের মো. আইয়ুবুর রহমানকে। ফারুকী পেয়েছেন ৪ হাজার ৬৪৩ ভোট।
এছাড়া ১০টি সম্পাদকীয় পদের আটটিতেই বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কেবল সিনিয়র সহসভাপতি ও ট্রেজারার পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী।
ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সরকার বিরোধী জোটের এত বিপুল বিজয়ের রাজনৈতিক তাৎপর্য উল্লেখ করে সদ্য বিজয়ী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আহমেদ তালুকদার। নিউজ চ্যানেল ৫২ কে বলেন, এটা হচ্ছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয়। তিনি আশা করেন, ইতিহাসে যেমনটি ঘটেছে, অতীতের স্বৈরশাসকদের মতোই বর্তমান সরকার গণদাবির কাছে পরাজিত হয়ে বিদায় নেবে।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, দেশের শিক্ষিত সমাজ, বৃহৎ আইনজীবী সমিতির সদস্যগণ সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে। এখন সরকারের উচিত গণদাবি মেনে নিয়ে মানে মানে সরে পড়া।
প্রসঙ্গত, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের দুদিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৫টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৬১ জন প্রার্থী অংশ নেন। ভোটার তালিকাভুক্ত ১৫ হাজার ৩৭২ জন সাধারন সদস্যের মধ্যে ৯ হাজার ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।