৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের চলমান পরমাণু আলোচনা স্পর্শকাতর পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইরান সফররত ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন জারিফ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বহুবার ঘোষণা করেছি, বিতর্কিত প্রধান ইস্যুগুলোর ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠিত না হলে তেহরান কোনো চুক্তিতে সই করবে না। এ ছাড়া সার্বিক চুক্তির জন্য প্রতিটি বিষয়ে সমঝোতা হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
ইরান ও ছয় জাতিগোষ্ঠী ২০১৩ সালের নভেম্বরে তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একটি অন্তর্বর্তী চুক্তি সই করে। এরপর একাধিকবার ওই চুক্তি বাস্তবায়নের সময় বাড়ানো হয়। বর্তমানে দু’পক্ষ এ ব্যাপারে একটি সার্বিক ও স্থায়ী চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে।