৫২ জাতীয় ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘ মহাসচিবের দেয়া চিঠির উত্তর দিয়েছেন। প্রধানমন্ত্রী চিঠির উত্তরে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এমন কোনোও দলের সঙ্গে তার সরকার সংলাপে বসবে না বলে জাতিসংঘকে জানিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশের সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমার হামলা বন্ধ করে, হরতাল, অবরোধ কর্মসূচি তুলে দিয়ে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে এটাই সরকারের প্রত্যাশা বলেও চিঠিতে জানানো হয়।
গেল ৩০ জানুয়ারি তারিখে লেখা জাতিসংঘ মহাসচিবের একটি চিঠি ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছায় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সময়ে খালেদা জিয়ার কার্যালয় থেকেও চিঠি পাওয়ার কথা জানানো হয়।
জাতিসংঘ মহাসচিবের চিঠির জবাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার চিঠিতে সংলাপের পক্ষে তার দলের অবস্থানের কথা জানিয়েছেন। তবে দেশে চলমান সন্ত্রাসের দায় অস্বীকারও করেছেন তিনি। ২০ দলীয় জোট নয়, অন্য কেউ এই সন্ত্রাস চালাচ্ছে বলে জাতিসংঘ মহাসচিবের কাছে জানিয়েছেন খালেদা জিয়া। জানা গেছে, কয়েকদিন আগে দলের জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য চিঠিটি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া চিঠির বিষয়টি প্রকাশ হয় গত ১৭ই ফেব্রুয়ারি। চিঠিতে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন সংলাপে বসার আহ্বান জানান বান কি মুন। তবে সংলাপের বিষয়টি নাকচ করে দিয়েছে সরকার। তবে, সংলাপে বসার ব্যাপারে আন্তরিকতার কথা জানিয়েছে বিএনপি।