৫২ পঞ্চগড় প্রতনিধি :
পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও দু’টি পরিবহনে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া, সদর উপজেলার জগদল বাজার ও টুনিরহাট আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার ২ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে আনে। টহলরত আনসার সদস্যরা আওয়ামী লীগ কার্যালয়ের একটি এবং স্থানীয়রা অপরটির আগুন নিয়ন্ত্রণে আনে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস সূত্র জানায়, পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মিঠাপুকুর এলাকায় সাইম স্বপ্নিল ও জয় স্বাক্ষর নামে পার্কিং করা দু’টি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই বাস দু’টির গ্লাসসহ ভেতরের কিছু অংশ পুড়ে যায়। এর কিছুক্ষণ পর কয়েকজন দুর্বৃত্ত দু’টি মোটরসাইকেলে এসে জগদল বাজার আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। এ সময় টহলরত আনসার সদস্যরা তাদের ধাওয়া দেয়। এছাড়া, আগুন নেভাতে গিয়ে আমিরুল হক (৪৮) ও জমিরুল ইসলাম (১৯) নামে দু’জন আনসার সদস্য সামান্য আহত হয়েছেন।
প্রায় একই সময় সদর উপজেলার টুনিরহাট বাজারে কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে, সেখানে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয় নি বলে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মফিউল গণি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পঞ্চগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃংখলাবাহিনীর টহল জোরদার করার খবর পাওয়া গেছে। এবং গ্রেফতার প্রক্রিয়া চলছে।