৫২ জাতীয় ডেস্ক।।
সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, তিস্তা পানি চুক্তি নিয়ে এবার নয়, পরবর্তীতে আলোচনা হবে।
আজ (সোমবার) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সুব্রামানিয়াম জয়শঙ্কর এ কথা বলেন।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বিমসটেকসহ (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) এবং দ্বিপক্ষীয় বিষয়ে শহীদুল হকের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান জয়শঙ্কর।
তবে তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, পরবর্তী বৈঠকগুলোয় এ ব্যাপারে আলোচনা হবে।
আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জয়শঙ্কর। এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব।
এর আগে বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকায় আসেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সার্কযাত্রার অংশ হিসেবে জয়শঙ্কর ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা অনুযায়ী দেশটির পররাষ্ট্রসচিব এই সার্কযাত্রা করছেন।
ভারতীয় পররাষ্ট্রসচিব ড. এস জয়শঙ্কর তাঁর ‘সার্ক যাত্রা’র প্রথম পর্বে গতকাল বিশেষ বিমানে ভুটান সফরে যান। আজ সোমবার তিনি ঢাকায় অবস্থান করে আগামীকাল মঙ্গলবার ভোরে যাবেন পাকিস্তানে। সেখান থেকে পরদিন বুধবার তিনি যাবেন আফগানিস্তান। আর আফগানিস্তান সফরের মধ্যে দিয়ে ‘সার্ক যাত্রা’র প্রথম পর্যায় শেষ করবেন তিনি।