ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘোষণা করেছে, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নজরদারি আরো বাড়ানো হবে। আইআরজিসি’র অপরাধ তদন্ত বিষয়ক ‘সাইবার সিকিউরিটি কমান্ডস সেন্টার’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈতিকতা বিরোধী সংঘবদ্ধ তৎপরতা মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘স্পাইডার’ নামের একটি প্রজেক্ট হাতে নেয়া হয়েছে, যার আওতায় আট লাখ ফেইসবুক ব্যবহারকারীর ওপর নজরদারি করা হবে। ইন্টারনেটে অনৈতিক তৎপরতা এবং ধর্মকে কটাক্ষ করে লেখালেখির দায়ে এ পর্যন্ত কয়েক জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।
আগামী দুই মাসের মধ্যে ফেইসবুকের পাশাপাশি ইস্টাগ্রাম, ভাইবার ও ওয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপরও নজরদারি বাড়ানো হবে বলে আইআরজিসি জানিয়েছে।