৫২ খেলাধুলা ডেস্ক।।
শ্রীলংকার বিপক্ষে মেলবোর্নে বাংলাদেশ ৯২ রানে হেরে যাওয়ার পর দিলশান-সাঙ্গাকারা টাইগারদের কাছে নিশ্চয় শত্রু হয়ে গেছেন। কিন্তু নিজেদের স্বার্থেই সেই ইংল্যান্ডের বিপক্ষে কাল দিলশান-সাঙ্গাকারাকে সমর্থন করেছে বাংলাদেশ।
কাল শ্রীলংকা নয় উইকেটে জেতায় বাংলাদেশের জন্য সমীকরণ সহজ হয়ে গেছে। ইংল্যান্ডকে এখন কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাংলাদেশের বিপক্ষে অবশ্যই জিততে হবে। জিততে হবে আফগানিস্তানের বিপক্ষেও। ৯ মার্চ বাংলাদেশের বিপক্ষে হারলেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে ইংলিশদের। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক ইওন মরগ্যান এখনই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবতে রাজি নন। কাল শ্রীলংকার বিপক্ষে হারের পর মরগ্যান বলেন, এই মুহূর্তে আমি আসলে এ নিয়ে ভাবছি না। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হারার পর স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। কিন্তু লংকানদের বিপক্ষে হার। বাংলাদেশ ম্যাচ নিয়ে পরিকল্পনা কী জানতে চাইলে ইংল্যান্ড অধিনায়ক বলেন, আমরা অ্যাডিলেডে দুদিন কিছুই করব না। যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা স্টাফদের সঙ্গে ম্যাচ নিয়ে পর্যালোচনা করব, কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়।
এদিকে বাংলাদেশের বিপক্ষে নিজের ৪০০তম ম্যাচে সেঞ্চুরি করার পর ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করলেন সাঙ্গাকারা। কাল সাঙ্গাকারা সেঞ্চুরি করেছেন মাত্র ৭০ বলে। ম্যাচ শেষে আরেক অপরাজিত সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে বলেন, আমি মনে করি, এই মুহূর্তে সাঙ্গাকারা বিশ্বের একনম্বর ব্যাটসম্যান। তবে লংকানদের ফিল্ডিং ভালো হয়নি বলে জানালেন থিরিমান্নে। থিরিমান্নে ও সাঙ্গাকারার প্রসংশায় পঞ্চমুখ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি বলেন, অসাধারণ পারফরম্যান্স। এবারের বিশ্বকাপে তিনশ তাড়া করে জেতার দ্বিতীয় নজির এটি। শ্রীলংকা ৩১০ রান করে সহজেই জিতে গেল। ম্যাথিউস বলেন, ৩১০ রান কিছুটা বেশিই, কিন্তু সাঙ্গাকারা ও থিরিমান্নে অসাধারণ ব্যাটিং করেছে। আমার দেখা দুটি দারুণ ইনিংস। বোলাররা ব্যর্থ হলে ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে। এটাই আমরা চেয়েছিলাম। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয়ের পরও কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে বলে উল্লেখ করেন লংকান অধিনায়ক। তিনি বলেন. ফিল্ডিং এবং ইনিংসের শেষদিকে বোলিং- এই দুটি বিভাগে আমাদের উন্নতি করতে হবে।