ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম এর নির্দেশে ইলিশা পুলিশ ফাঁড়িতে সকল পুলিশ সদস্যদের কে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহন করেন ফাঁড়ির ইনচার্জ মোক্তার হোসেন। আর সেই শপথ গ্রহণের ছবি ফেসবুকে ছরিয়ে পরে দ্রুত। পুলিশের এই কাজ কে সবাই সাধুবাদ জানান। ফেসবুুুক স্ট্যাটাসে এই ঘটনাতে পুলিশের উপরে সবার আস্থা ফিরেে আসবে বলে বিভিন্ন মানুুষ কমেণ্ট করেন।
বুধবার বিকালে ফাড়ির ইনচার্জ মোক্তার হোসেন এর নেতৃত্বে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাট করান সকল পুলিশ সদস্যকে ।
ইনচার্জ মোক্তার হোসেন জানান, ভোলার পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি যেই কোন মূল্য ভোলা কে মাদকমুক্ত জেলা করবো ইনশাল্লাহ।