৫২ ডেস্ক।।
রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে “বন্দুকযুদ্ধে” অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে খিলগাঁও রেলগেট জোড়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।