৫২ জাতীয় ডেস্ক।।
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ কেজি সোনাসহ উত্তর কোরিয়ার এক কূটনীতিককে আটক করেছেন শুল্ক বিভাগের সদস্যরা।
বিমানবন্দরে শুল্ক বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন কোরিয় কূটনীতিক সং ইয়ান ন্যাম। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অবতরণ করার পরপরই ন্যামকে আটক করেন শুল্ক বিভাগের সদস্যরা। পরে তাঁর হাতব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি প্রথমে অস্বীকৃতি জানান। প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তিনি হাতব্যাগ তল্লাশি করতে দেন। হাতব্যাগ থেকে ১৭০টি স্বর্ণের বার, চুড়ি, গলার চেইন, কানের দুল, ব্রেসলেটসহ ২৭ কেজি সোনা পাওয়া যায়।
শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান, সং ইয়ান ন্যাম বাংলাদেশে কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব ও কমার্শিয়াল অফিসার। সং ইয়ান ন্যামকে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর এক শুল্ক কর্মকর্তা জানান, ২০১১ সাল থেকে সং ইয়ান ন্যাম বাংলাদেশে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত এক মাসে তিনি পাঁচবার বাংলাদেশে আসা-যাওয়া করেন। এর আগেও তাঁর সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল।