৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতের নির্দেশ পালনে সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, “আদালত বার বার খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে। অথচ সরকার তা কার্যকর করছে না। আদালতের আদেশ কার্যকর না করাটাও আইনের প্রতি অবজ্ঞার শামিল”।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন আইনকে অশ্রদ্ধা করেছেন এমন অভিযোগ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমরা আশা করি খালেদা জিয়া আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন। তিনি আইন আদালত মানেন না। নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে দিনের পর দিন আদালতে হাজির না হয়ে অমার্জনীয় অপরাধ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা বিশ্বাস করি এখনো বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে। আরাফাত রহমান কোকোর জানাযার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। খালেদা জিয়া যদি গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসেন তাহলে জনসমর্থনও পাবেন।
আজ (শুক্রবার) দুপুরে ৭ মার্চের সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার আন্দোলনে দলের নেতারাই এখন হতাশ, এমন মন্তব্য করে হানিফ বলেন, সহিংসতা করে ক্ষমতায় আসা যাবে না। বিদেশিদের কাছে ধরনা দিয়েও কোন লাভ নেই। তারা আপনাকে ক্ষমতায় বসাতে পারবে না।
এ সময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আয়োজিত সমাবেশের মধ্যদিয়ে দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে যে ঐক্যবদ্ধ, তা প্রমাণ হবে বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ।