৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র এমএ মান্নানের অনুপস্থিতিতে দায়িত্ব পেলেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের রাজনীতি করেন। কিরণ রোববার দায়িত্বভার গ্রহণ করবেন।
সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মান্নান একটি মামলায় গ্রেফতার হওয়ার পর মেয়র পদে দায়িত্ব পালনে শূন্যতার সৃষ্টি হয়। এতে গাসিকের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় ৫ মার্চ এক আদেশে মেয়রের অনুপস্থিতিতে কর্পোরেশনের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে দায়িত্ব পালনের আদেশ জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ নিজেই। তিনি আরও জানান, কাল কার্যদিবসের প্রথম দিনে তিনি মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র হিসেবে কর্পোরেশনের দায়িত্ব নেবেন।
এর আগে ১১ ফেব্রুয়ারি হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে পুলিশের করা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে আছেন এমএ মান্নান। মেয়রের অনুপস্থিতিতে সিটির কার্যক্রমে বিঘ্ন ঘটায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী কর্পোরেশনের কার্যক্রম পরিচালনায় প্যানেল মেয়র-১ আসাদুর রহমান কিরণকে এ দায়িত্ব দেয়া হল।