৫২ মফস্বল ডেস্ক।।
টঙ্গীর আরিচপুর মধুমিতা রোড এলাকায় বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গ্রামীনফোন বিক্রয় প্রতিনিধি সোহেল রানার কাছে থাকা প্রায় ৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সশস্ত্র ছিনতাইকারী দলের সদস্যরা। এসময় জনতা ধাওয়া করে রানা (৩০) ও জাহাঙ্গীর (৩২) নামের দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ দুর্বৃত্ত্বদের গাড়ি তল্লাশি করে ওয়াকিটকি, হ্যান্ডকাপ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাংবাদিক লেখা সংবলিত বেশ কয়েকটি ষ্টিকার উদ্ধার করে।
পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়,
দুপুর আড়াইটার দিকে আরিচপুর এলাকার গ্রামীণফোনের বিভিন্ন দোকান থেকে ফ্লেক্সিলোডের টাকা আদায় করে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের গ্রামীণফোনের অফিসে যাওয়ার পথে মধুমিতা রোডের মাথায় ৫ জনের একটি ছিনতাইকারী চক্র মাইক্রোবাসযোগে (ঢাকা- মেট্রো-চ-১৩-১৫০৬) এসে সোহেলকে অবৈধ অস্ত্ররাখার অজুহাতে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তোলার চেষ্টা করে এবং তার টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়।
এসময় তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রানা ও জাহাঙ্গীকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে অপর ৩ ছিনতাইকারী কৌশলে সটকে পড়ে।
খবর পেয়ে টঙ্গী থানার এএসআই জহিরসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাস ও আটককৃত দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে একটি ওয়াকিটকি সেট, একটি হ্যান্ডকাপ, নির্বাহী ম্যাজিষ্টেট ও সাংবাদিক লেখা বেশ কয়েকটি ষ্টিকার উদ্ধার করে।
ছিনতাইকারী আটক হলেও রহস্যজনক কারনে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।