শিক্ষা ছাড়া কেউ উন্নয়নের উচ্চ সোপানে পৌছতে পারবে না
—- মো. জাহাঙ্গীর আলম
টঙ্গীর বড় দেওড়া হাজী বাড়ি এলাকায় হাজী তোফাজ্জল হোসেন একাডেমীতে গতকাল শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের পরিচালক হাজী মো. মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান উদ্বোধন করেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোস্তফা কামাল হুমায়ুন হিমু, নিউজ চ্যানলে ৫২ এর- সম্পাদক মন্ডলীর সভাপতি সাংবাদকি অলিদুর রহমান অলি, সমাজ সেবক হাজী মো. লিয়াকত আলী, অভিযাত্রার পরচিালক নাসিমুল গণি ভেন্ডার প্রমুখ।
প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ‘দেশ ও দেশের কল্যানেই ছেলে-মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘একটি কথা মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কেউ উন্নয়নের উচ্চ সোপানে পৌছতে পারবে না। আপনারা ছেলে মেয়েদের পিছনে যে টাকা খরচ করছেন মনে করবেন আপনি ব্যাংকে জমা রাখছেন। আপনাদের কষ্টের টাকায় শিক্ষিত হয়ে একদিন তারাই দেশের সম্মান বয়ে আনবে।
অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন বলেন, ‘জাতি গঠনে শিক্ষার বিকল্প নাই। তাই প্রতিটি ছেলে মেয়েকে উপযুক্ত ও বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।’
শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।