সমাজকল্যাণ মন্ত্রী মো. মহসিন আলী বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশে নাশকতা করে পার পাবে না। নাশকতাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে। তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।
তিনি আইনশৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ নাশকতাকারীদের দেখামাত্র গুলি করে মেরে ফেলবেন।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের ব্যাপারে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাকে যে কোন মুর্হুতে গ্রেফতার করা হতে পারে।’
গত বুধবার দুপুরে টঙ্গীর নতুনবাজারস্থ সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধী শ্রমিকদের সমস্যা সমাধান এবং মুক্তা মিনারেল পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া পরিদর্শণে এসে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী টঙ্গীর কলেজগেটস্থ কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন এবং নিবাসীদের খোঁজ খবর নেন।