৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
সন্ত্রাসবাদের মূল কারণ চিহ্নিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ড. মালিহা লোধি গতকাল (শুক্রবার) তার প্রথম ভাষণে এ আহ্বান জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কার্যকর ও বিস্তৃত পন্থা বের করা দরকার। পাশাপাশি যেসব কারণে সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে সেসব কারণও দূর করতে হবে।
ড. মালিহা লোধি বলেন, যেসব কারণে সন্ত্রাসবাদ সৃষ্টি হচ্ছে তার মধ্যে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবিচার, সামাজিক ও অর্থনৈতিক সুবিধার ঘাটতি, অমীমাংসিত রাজনৈতিক দ্বন্দ্ব এবং বিদেশি দখলদারিত্ব। তিনি বলেন, বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নানামুখী সমাধানের পথ খোঁজা উচিত।
পাক রাষ্ট্রদূত আরো বলেন, সুনির্দিষ্ট সমস্যার জন্য সুনির্দিষ্ট সমাধান প্রয়োজন; একটার জায়গায় অন্যটা কার্যকর হবে না। সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ যোগান দেয়ার বন্ধ এবং মাদক চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকমাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।