এস.কে.দোয়েল ।।
তেঁতুলিয়ায় ভিজিডিএফ কার্ড বিতরণে নানান অনিয়ম দুর্ণীতির সাথে জড়িত থাকার কারণে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনিসুর রহমানের বিরম্নদ্ধে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগে ভিজিডিএফ কার্ড বিতরণ স্থগিত করে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মহিলাবিষয়ক কর্মকর্তা করম্নণাকান্ত্ম রায়কে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে চেয়ারম্যান কাজী আনিসুর রহমান জানান, তার পরিষদে ভিজিডিএফ কার্ড বিতরণে কোন প্রকার অনিয়ম দুর্ণীতি করা হয়নি। হয়রানির উদ্দেশ্যে এই অভিযোগটি করা হয়েছে।
এ বিষয়ে আজ রবিবার মহিলাবিষয়ক কর্মকর্তা করম্নণাকান্ত্ম রায় তার কার্যালয়ে গিয়ে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান, ভিজিডিএফ কার্ড বিতরণে ইউপি চেয়ারম্যানের নানান অনিয়ম দুর্নীতির সহিত জড়িত থাকার স্বীকার করেন। এদিকে অভিযোগকারী তেলিপাড়া গ্রামের নায়েবালী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিজিডিএফ কার্ড দরিদ্র নারীদের মধ্যে বিতরণ না করে এলাকার স্বচ্ছল প্রভাবশালী পরিবারের মধ্যে লটারির মাধ্যমে বিতরণের অভিযোগ করেন।