৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল’এর প্রতি আনুগত্য ব্যক্ত করেছে। টুইটার বার্তায় এ কথা জানিয়েছে বোকো হারাম।
টুইটারে দেয়া অডিও বার্তায় বোকো হারামের নেতা আবুবকর শেকাউ এই্ আনুগত্য ব্যক্ত করেছেন। আবুবকরের আট মিনিটের অডিও বার্তায় আইএসআইএলের কথিত খলিফার প্রতি আনুগত্য ব্যক্ত করে বলা হয়েছে, সুদিনে এবং দুর্দিনে আইএসআইএল’এর আদেশ- নির্দেশ মেনে চলবে বোকো হারাম।
বোকো হারামের আগের বার্তাগুলোতে শেকাউ’র ছবি দেখানো হলেও এ বার্তায় সে ছবি দেখানো হয় বি বরং একটি মাইক্রোফোনের ছবি প্রদর্শিত হয়েছে। এ ছাড়া, এ বার্তার সঙ্গে ইংরেজি, ফরাসি এবং আরবি সাবটাইটেল ছিল।
নাইজেরিয়ার অংশ বিশেষ নিয়ন্ত্রণ করছে বোকো হারাম। নাইজেরিয়ার সরকার উৎখাত তাদের লক্ষ্য বলে এর আগে জঙ্গি গোষ্ঠীটি ঘোষণা করেছে।