৫২ জাতীয় ডেস্ক ।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের জন্য মানুষ পুড়িয়ে মারছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এর প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার হতে নারীসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ (রোববার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “বেগম জিয়া দাবি করেন যে, তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু পরিতাপের বিষয় যে, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা কিভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারেন?”
প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতি হচ্ছে মানুষের জন্য ও তাদের কল্যাণের জন্য; রাজনীতি মানুষ পুড়িয়ে হত্যার জন্য নয়। এটা কোনভাবেই সহ্য করা যায় না। খালেদা জিয়াকে তার নির্মম ও নৃশংস কর্মকাণ্ডের শাস্তি পেতেই হবে।”
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আর্জেন্টিনা মেতাভেল পিককিন অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে দেশের নারীসমাজের সার্বিক উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এদিকে, দেশে চলমান সন্ত্রাসের জন্য প্রধানমন্ত্রী যখন তার প্রতিপক্ষ খালেদা জিয়াকে দায়ী করছিলেন, তখনই খবর পাওয়া গেল, টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা হেলালের উদ্দিনের খড়ের গাদা থেকে নয়টি পেট্রলবোমা ও তিনটি ককটেল উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার সকালে ধলাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিনের বাড়ির খড়ের গাদায় লুকানো অবস্থায় একটি কার্টুনে নয়টি পেট্রলবোমা ও তিনটি ককটেল পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতারর করতে পারে নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।