৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
জার্মানির ডেপুটি স্পিকার ক্লডিয়া রুথ বলেছেন, সৌদি আরবই মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে। জার্মানির একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন- সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে যেসব তরুণ সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তাদের বেশিরভাগই গেছে সৌদি আরব থেকে।
জার্মানির গ্রিন পার্টির সাবেক এ নেতা বলেন, সৌদি আরব এমন এক দৈত্য সৃষ্টি করেছে যাকে নিয়ন্ত্রণ করা এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে। সৌদি আরবে জার্মান অস্ত্র রপ্তানি নিষিদ্ধের দাবি জানান তিনি। ডেপুটি স্পিকার বলেন, এসব অস্ত্র সৌদি সরকার নিজ দেশের জনগণ অথবা বাহরাইনের মতো দেশগুলোর জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তিনি এমন সময় এ ধরনের বক্তব্য দিলেন যখন গতকালই জার্মানির অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর জিগমার গ্যাব্রিল সৌদি আরব সফরে গেছেন।
জার্মানি প্রতি বছর সৌদি আরবে বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানি করে থাকে। গত জানুয়ারিতে জার্মানি থেকে সৌদি আরবে ১১ কোটি ইউরো মূল্যের অস্ত্র রপ্তানি হয়েছে।