৫২ রাজনীতি ডেস্ক ।।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ মন্তব্য করেছেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়েও বড় স্বৈরাচার।
আজ (রোববার) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আয়োজিত যৌথসভায় এরশাদ এসব কথা বলেন।
যৌথ সভায় প্রধান অতিথির ভাষণে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘এখনকার প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার। আমি গুলি করে মানুষ হত্যা করি নি। এখন কত নূর হোসেন, বিশ্বজিৎ মরছে। কিন্তু আমাদের চোখে পানি আসে না।’
এরশাদ বলেন, ‘গণতন্ত্র এখন কবরে, গণতন্ত্র এখন নির্বাসনে। আজ থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব নিলাম।’
জাতীয় পার্টির নেতা এরশাদ আরও বলেন, ১৯৯১ সালে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। তিনি সংসদীয় গণতন্ত্র চান না উল্লেখ করে বলেন, ক্ষমতায় যেতে পারলে তিনি দেশে পুনরায় রাষ্ট্রপতির শাসন চালু করবেন এবং প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রচলন করবেন।
সিটি করপোরেশন নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টি গণতন্ত্র উদ্ধার করবে বলে জানান এরশাদ।
এদিকে, আজ বিশ্ব নারী দিবসে অনুষ্ঠিত জাতীয় পার্টির যৌথসভায় দেশে নারী শাসনের অবসান চেয়ে এবং পুরুষশাসন কায়েম করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় বসাতে এবং এইচ এম এরশাদকে আবারও দেশের রাষ্ট্রপতি করতে দোয়া চাওয়া হয়।