৫২ খেলাধুলা ডেস্ক ।।
সাঙ্গাকারার সেঞ্চুরিতেও রক্ষা হলো না শ্রীলঙ্কার। পুল ‘এ’তে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে তাদের হারতে হলো ৬৪ রানে। ৩৭৬ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ৩১২ রানে। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েলের ঝড়ো সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৫৩ বলে ১০৩ রানের টর্নেডো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।
এছাড়া স্টিফেন স্মিথ ৭২, মাইকেল ক্লার্ক ৬৮ ও শেন ওয়াটসনের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। শ্রীলঙ্কার মালিঙ্গা ও থিসারা পেরেরা দুটি করে, ম্যাথিউস প্রসন্ন ও দিলশান একটি করে উইকেট দখল করেন। ৩৭৭ রানের জবাবে দলীয় পাঁচরানে ব্যক্তিগত ১ রানে জনসনের বলে হ্যাডিনের হাতে ক্যাচ দিয়ে বিদায়নেন থিরিমান্নে। দ্বিতীয় উইকেটে দিলশানের সঙ্গে জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান সাঙ্গাকারা।
দলীয় ১৩৫ রানে দিলশান ৬২ রান করে ফিরে গেলেও সাঙ্গাকারা থাকেন অবিচল। তৃতীয় উইকেটে অভিজ্ঞ মাহেলা জয়াবরর্ধনেকে সঙ্গে নিয়ে পাহাড় টপকানোর দায়িত্ব নেন ১৪ হাজারি ক্লাবের এই সদস্য। তৃতীয় উইেকেটে এরা দু’জন সংগ্রহ করেন ৫৩ রান। জয়াবর্ধনে ২০ রানে রান আউটের ফাদে পড়লে এই জুটি ভাঙ্গে। তার একটু পরেই বিশ্বকাপে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নেন সাঙ্গাকারা।
দলীয় ২০১ রানে সাঙ্গাকারা ব্যক্তিগত ১০৪ রনে সাঝঘরে ফিরলে ফিকে হয়েযায় শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন। শেষ দিকে দিনেশ চান্ডিমাল ও অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউসের প্রতিরোধ কাজে আসেনি। দিনেশ চান্ডিমাল ২৪ বলে ৫২ রানে রিটার্ডহার্ড হলে শেষ আশা টুকুও শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। ৩.৪ ওভার বাকী থাকতেই লঙ্কানদের ইনিংস থেকে যায় ৩১২ রানে। জেমন ফকনার তিনটি, স্টার্ক ও জনসন দুটি করে উইকেট দখল করেন। এ জয়ে পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে তিন জয় আর দুই হারে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ পয়েন্ট। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে পারলেই শেষ আট নিশ্চিত হবে গেলো বারের রানার্সআপদের।
ওদিকে দিনের প্রথম খেলায় ড্যানিয়েল ভেট্টরির ইতিহাস সৃষ্টির ম্যাচে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের দেয়া ১৮৬ রান তাড়া করে ৬ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা। ইংল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানকে হারিয়ে টানা পঞ্চম জয় পাওয়া নিউজিল্যান্ড পরের ম্যাচে খেলবে বাংলাদেশের বিপক্ষে।
সকালে নেপিয়ারে ম্যাকলিন পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে এক সময় ভীষণ বিপদে পড়ে আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরান ও সামিউল্লাহ সেনওয়ারি দুই হাফ সেঞ্চুরিতে প্রতিরোধ গড়া দলটি ৪৭.৪ ওভারে অলআউট হয় ১৮৬ রান করে। ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পাওয়া নিউজিল্যান্ডের আর পেছনে তাকাতে হয়নি। মার্টিন গাপটিলের অর্ধশতকে ৩৬ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিশ্বকাপের অন্যতম ফেভারিটরা।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯ বলে ৪২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে দলকে ভালো সূচনা এনে দেন অধিনায়ক ম্যাককালাম। তার বিদায়ের পর কেন উইলিয়ামসনের সঙ্গে ৫৮ রানের আরেকটি জুটি উপহার দেন গাপটিল। হাফ সেঞ্চুরিতে পৌঁছে রান আউট হয়ে ফিরে যান গাপটিল। ৭৬ বলে খেলা তার ৫৭ রানের ইনিংসটি ৭টি চারে সাজানো। এরপর রান আউট হয়ে ফিরে যান গ্র্যান্ট এলিয়টও। তবে কোরি অ্যান্ডারসনকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন রস টেইলর। এর আগে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ম্যাচ সেরা ভেটরির দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে সহযোগী দেশটি।
এই ম্যাচে চার উইকেট নেন এই বাহাতি স্পিনার। ৩৪ রানে তিন উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ভেট্টরির দ্বাদশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে তিনশ’ উইকেট নেন তিনি। ভেটরি টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই তিনশ’ করে উইকেট নেয়া নবম বোলার। প্রথম কিউই বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনশ উইকেট শিকার করেন এই স্পিনার।