৫২ গাজীপুর প্রতিনিধি ।।
গাজীপুর প্রেসক্লাবের ২০১৫-২০১৬ সালের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান রোববার সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরম্নল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক এম. নজরম্নল ইসলামের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারম্নন অর রশীদ পিপিএম। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাদী শামীম, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এলএও মোঃ সাজিদ আনোয়ার, এনডিসি তৌহিদ বিন হাসান, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা, ওসি ডিবি মোঃ আমির হোসেন, মাহফুজুর রহমান, আলম চাঁদ, আসাদুর রহমান প্রমুখ।
শপথ গ্রহনকারী প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি মো: খায়রম্নল ইসলাম (বৈশাখী টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন), সিনিয়র সহসভাপতি- মো: দেলোয়ার হোসেন (দৈনিক দিনকাল), সহসভাপতি- মো: আবুল হোসেন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম), সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম (দৈনিক যুগান্ত্মর), যুগ্ম সম্পাদক – মো: দেলোয়ার হোসেন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক- মো: শাহজাহান মিয়া (এসএ টিভি), কোষাধ্যÿ- এস এম রিপন শাহ (দৈনিক সকালের খবব), প্রচার প্রকাশনা সম্পাদক- রেজাউল বারী বাবুল (দৈনিক সংগ্রাম), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক- মো: হাজিনুর রহমান শাহীন (দি ইনডিপেন্ডেন্ট), দফতর সম্পাদক- আবুল হাসান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), নির্বাহী সদস্য- মো: মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), এম নজরম্নল ইসলাম (দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজ), মাজহারম্নল ইসলাম মাসুম (এটিএন বাংলা), ফারদিন ফেরদৌস (মাছরাঙ্গা টেলিভিশন), হাসমত আলী (রাইজিংবিডি ডট কম/দৈনিক মুক্ত সংবাদ), সারওয়ার হোসেন (আজকের গাজীপুর), মো: শাহিন (ফিনালশিয়াল এক্সপ্রেস)।
উলেস্নখ্য, গত ২ মার্চ গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিন অনুষ্ঠিত হয়েছে।