৫২ জাতীয় ডেস্ক ।।
রাজধানীর পল্টন ও শাহবাগ এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তবে আকস্মিক গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই এলাকা দুটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
রোবববার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার দিকে বিএপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও ৭২ ঘন্টার হরতালে রাজধানীতে পৃথক এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পল্টন মোড়ের কাছে ৮/১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। এরপর ১১০/১২ জনের একদল দুর্বৃত্ত অন্তত পাঁচটি যানবাহনে ভাংচুর চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ এসে পল্টন ও তোপখানা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ২৫ জনকে আটক করে। তাদেরকে শাহবাগ থানায় নেয়া হয়েছে।
আটকরা হলেন- এমদাদুল হক, মনিরুজ্জামান, তাজুল ইসলাম ও দীপক ঘোষ। অন্যদের নাম জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পল্টনে ককটেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে ২৫জনকে আটক করা হয়েছে।