৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ বাকের নুবাখ্ত বলেছেন, পাশ্চাত্যের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে। ইরান এ পর্যন্ত ব্যাপক উন্নতি লাভ করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
সরকারের মুখপাত্র বলেন, ইরান উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিতে সক্ষম হয়েছে এবং এর মাধ্যমে প্রমাণ করেছে যে, নিষেধাজ্ঞা দিয়ে উন্নয়নের চাকা বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, নিষেধাজ্ঞার মধ্যেও বহু অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আগামী ফার্সি বছরের বাজেটে তেলের ওপর নির্ভরতা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।
মোহাম্মাদ বাকের নুবাখ্ত বলেন, ইরান প্রতিদিন ৪০ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করতে পারে। কিন্তু বর্তমানে অবৈধ নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রি ১০ লাখ ব্যারেল কমে গেছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্ব বাজারে তেলের মূল্য কমিয়ে রেখেছে।
তিনি বলেন- সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনের মতো দেশগুলোতে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব উপলব্ধির পর শত্রুরা অসন্তুষ্ট ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বক্তব্যেও এ বিষয়ে উদ্বেগ ফুটে উঠেছে। লেবাননসহ মধ্যপ্রাচ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রভাব সম্পর্কে তিনি বলেন- বর্তমানে ইসলামি প্রতিরোধ আন্দোলনের শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে এর মোকাবিলা করার ক্ষমতা দখলদার ইসরাইলের নেই।