৫২ খেলাধুলা ডেস্ক ।।
ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের জয় নিয়ে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। এ ম্যাচে হারের ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল ইংলিশরা।
পুল-এ-তে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭৬ রানের টার্গেটে খেলতে নেমে ২৬০ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উইকেট হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার ৮৬ রান যোগ করে দলকে বড় সংগ্রহের পথ দেখান। সৌম্য ৪০ রানে আউট হওয়ার পর সুবিধা করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাহমুদুল্লাহর সঙ্গে জুটি গড়েন মুশফিকুর রহিম। ৪৯ বলে ক্যারিয়ারের ২১তম অর্ধশতক তুলে নেন তিনি। আরেক প্রান্তে, বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরির কৃতিত্ব পান মাহমুদুল্লাহ। এরপর ব্যাট হাতে সাব্বির রহমান মুশফিকের সঙ্গী হলেও ব্যক্তিগত ৮৯ রানে আউট হন মুশফিক। সাব্বির ১৪ রানে আউট হলে ব্যাট হাতে অপরাজিত ছিলেন মাশরাফি ও আরাফাত সানি। নির্ধারিত ওভারে সাত উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭৫ রান।
জবাবে বড় স্কোর তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন মঈন আলী ও ইয়ান বেল। এরপর দ্বিতীয় উইকেটে অ্যালেক্স হেলসকে নিয়ে ৫৪ রান যোগ করেন ইয়ান বেল। হেলস ২৭ রানে ফিরে গেলেও বেল তুলে নেন অর্ধশত রান। ২৭তম ওভারে রুবেলের বলে উইকেটের পিছনে মুশফিকের হাতে ধরা পড়েন ইয়ান বেল। আউট হওয়ার আগে বেল ৬৩ রান করেন। একই ওভারে রুবেল ফেরান ইয়ন মরগানকে।
দলীয় ১২১ রানে রুবেল হোসেনের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন ইয়ান বেল এবং ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। আর ৩০তম ওভারে তাসকিনের বলে সাজঘরে ফেরেন জেমস টেইলর। এরপর মাশরাফি ফেরান জো রুটকে। উইকেটের অপেক্ষার অবসান ঘটিয়ে টাইগার দলপতি দলকে এনে দেন ষষ্ঠ সাফল্য। উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়ার আগে রুট করেন ২৯ রান। রুট ফিরলেও বাংলাদেশ আর জয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালেন বাটলার। ক্রিস ওকসকে নিয়ে তিনি ৭ম উইকেট জুটিতে গড়লেন ৭৫ রান। তাসকিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দেয়ার আগে বাটলার করেন ৫২ বলে ৬৫ রান। ওকস অপরাজিত ছিলেন ৪২ রানে। এরপর সাকিবের বলে রানআউট হন ক্রিস জর্ডান। দলীয় ২৬০ রানে রুবেলের বলে বোল্ড হন ব্রড ও অ্যান্ডারসন। এরপরই বাংলাদেশ শিবিরের বয়ে যায় আনন্দের বন্যা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রুবেল। দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি ও তাসকিন। আর উইকেটের পেছনে একাই ৪টি ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম।
এদিকে, বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।