৫২ টঙ্গী প্রতিনিধি ।।
টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি মোঃ আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক,¡ জয়নাল আবেদীন, মোঃ কাজীম উদ্দিন, কাজী ইলিয়াস আহম্মেদ, মোঃ ওয়াদুদুর রহমান, মোঃ আবু জাফর, সুরুজ আল মামুন, কাজী মোঃ জাফর ইকবাল, এড. রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, কাজী মোঃ সেলিম, জালাল মাহমুদ, দেলোয়ার হোসেন ডলার, জাকির হোসেন খোকন প্রমুখ।
আলোচনা সভা শেষে নবীনদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।