এস.কে.দোয়েল ।।
বিশ্বকাপ ক্রিকেটে টাইগাররা ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠায় তেঁতুলিয়ায় আনন্দ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শিশু কিশোর এবং সকল শ্রেণীর পেশার মানুষ এই আনন্দ মিছিলে যোগ দেয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আনন্দ মিছিলে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, কাজী মাহমুদুর রহমান ডাবলু প্রমুখ ব্যক্তিবর্গ মিছিলে যোগ দিয়ে বিজয়ের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেন।