৫২ জাতীয় ডেস্ক ।।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার বান্দরবান সফর ঠেকাতে জেলায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ‘জাগো পার্বত্যবাসী’ নামে একটি সংগঠন।
হরতাল কর্মসূচির সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হবে বলে ঘোষণা দেন জাগো পার্বত্যবাসী সংগঠনের নেতা আবিদুর রহমান।
বান্দরবান প্রেস ক্লাবে আজ (মঙ্গলবার) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাহাড়ী জেলা বান্দরবান নিয়ে নতুন ষড়যন্ত্র করতে ১২ ও ১৩ মার্চ দু’দিনের সফরে সন্তু লারমা বান্দরবান আসার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে সন্তু লার্মাকে পাহাড়ে চাঁদাবাজি-সন্ত্রাস, অপহরণ এবং হত্যার জন্য দায়ী করে বলা হয়েছে, “পরিকল্পিতভাবে পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী সন্তু লারমাকে কোনোভাবেই বান্দরবান প্রবেশ করতে দেয়া হবে না। তার আগমন ঠেকাতেই ১২ ও ১৩ মার্চ বান্দরবান জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যেকোনো মূল্যে সন্তু লারমার আগমন প্রতিহত করা হবে।”
সংগঠনের অন্যতম শ্রমিক নেতা আব্দুল জলিল বলেন, “পাহাড়ী-বাঙালী সকলেই অস্ত্রধারী সন্তু বাহিনীর হাতে জিম্মি। স্থানীয় পাহাড়ী এবং বাঙালী সকলেই পাহাড়ে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ওয়ার্ডে ওয়ার্ডে সন্ত্রাস নির্মূল করতে জাগো পার্বত্যবাসীর কমিটি গঠন করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে সংগঠনের শ্রমিক নেতা মোহাম্মদ কামাল, যুবনেতা গোলাম সরোয়ার সোহাগ, আব্দুল আলীম মুন্না, বাঙালী ছাত্র পরিষদের নেতা শাহাদাত হোসেন, শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।