৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো গোয়েন্দা বিমান শনাক্ত করতে সক্ষম বলে জানিয়েছেন খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি। ইরানি আকাশসীমার অনেক দূরে থাকা অবস্থায়ই এ ধরনের বিমান শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।
জেনারেল ফারজাদ ইসমাইলি জোরালো ভাষায় বলেছেন, ইরানের বিমান বাহিনী ইসলামি প্রজাতন্ত্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে পুরোপুরি সক্ষম।
তিনি বলেন, “দেশের যেকোনো প্রান্ত থেকে আমরা বিমান তৎপরতা পর্যবেক্ষণ করতে সক্ষম এবং কাউকে ইরানের ক্ষতি করার সুযোগ দেয়া হবে না।” তিনি বলেন, ইরান এমন সব রাডার তৈরি করেছে যার কারণে সব ধরনের বিমান শনাক্ত করা সম্ভব। এর আগে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার ব্যবস্থা ব্যবহার করে মার্কিন গোয়েন্দা বিমান ইউ-২ শনাক্ত করা হয়েছে। এছাড়া, গত বছর ইরানের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলের একটি হারমেস ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।