৫২ বিনোদন ডেস্ক ।।
মডেল হচ্ছে মধ্যযুগীয় ফরাসী modele থেকে আগত একটি শব্দ, যাকে ম্যানাকিন বা র্যাম্প মডেল ও বলা হয়। মডেলিং অভিনয়, নৃত্য, চিত্রকলার মতোই নৈপুণ্য দেখানোর একটি শিল্প, মডেল বিভিন্ন রকমের হতে পারে। যেমন- ফ্যাশন, ফিটনেস, বিকিনি, চিত্রকলা, এবং শারীরিক অংশ ভিত্তিক মডেল।
মডেল কণ্যা রাবেয়া রহমান নিশা বাবা মোখলেছুর রহমান খান এর দ্বিতীয় কণ্যা, তিন ছোটবেলা থেকেই নাচ, গান, আবৃত্তি করে বিভিন্ন স্টেজ কাপিয়েছেন, পুরুস্কৃত হয়েছেন বহুবার। মাত্র ৭ বছর বয়স থেকেই তার পথচলা শুরু, ধার্মিক পরিবার হওয়ায় শুরুতেই বাধা আসে বাবা মোখলেছুর রহমান খানের কাছথেকে, কিন্তু মা জাহানারা রহমান খান এর উৎসাহে ধীরে ধীরে চলে পথচলা।
মডেল কণ্যা নিশার শৈশব কাটে মিরপুর এলাকায়, বতর্মানে মিরপুর বাংলা কলেজে M.S.S in political science এ অধ্যায়নরত, পড়াশুনার পাশাপাশি মডেলিংকেই পেশা হিসেবে নিতে চান মডেল কণ্যা নিশা।
মডেলিং এ প্রতিষ্ঠা পাওয়ার জন্য বাফা নাচ একাডেমী ও দীনা লায়ল সঙ্গীত একাডেমীতে নেন বিশেষ প্রশিক্ষণ, সবথেকে আকষর্নীয় ব্যাপার হচ্ছে, মডেল কণ্যা নিশা কথা বলতে পারেন বিশ্বের প্রধান ৬টি ভাষা- বাংলা, ইংরেজী, আরবী, হিন্দি, স্পেনিস ও গুজরাটি ভাষায়।
মডেল কণ্যা নিশার প্রিয় ব্যাক্তিত্ব বিশ্বের সেরা দশ নারীর মধ্যে দু’জন, প্রথম জন হচ্ছেন বিখ্যাত নার্স ফ্লোরেন্স নাইটেঙ্গেল যিনি ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবায় অসামান্য অবদানের জন্য বিখ্যাত। অন্যজন হলেন, ১৯৭৯ সালে নোবেল পুরষ্কার পাওয়া নারী মাদার তেরেসা, দরিদ্র জনগোষ্ঠির জন্য তার সারাজীবনের আত্নত্যাগ তাকে পৃথিবীর ইতিহাসে মহান করেছে।
মডেল কণ্যা নিশার আশা তিনিও তার মডেলিং পেশা থেকে পাওয়া অর্থ সমাজের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে দান করবেন।
পছন্দের তালিকায় রয়েছে, রং – লাল, নীল, মেজেন্ডা। খাবার-টক, ঝাল, ফুচকা, আইচক্রীম, চা ইত্যাদি। আর অপছন্দের তালিকায় রয়েছে, মিথ্যা কথা বলা। মডেল কণ্যা নিশা বলেন, আমার সাথে কেউ মিখ্যা বললে আমি সবথেকে বেশি কষ্ট পাই।
মডেল রাবেয়া রহমান নিশার আইডল মডেলদের তালিকায় রয়েছে, তুপা ও বাংলাদেশী র্যাম্প মডেল ও অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি।