৫২ রাজনীতি ডেস্ক ।।
দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সই করা বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়েছে, বুধবার রাতে র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের ২০ থেকে ৩০ জন সদস্য উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিনকে আটক করে নিয়ে যায়। এরপর সারাদিন পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে কোনো খোঁজ মেলেনি। সালাহ উদ্দিনকে আটকের সময় বাসার একজন পুরুষ ও একজন নারী কর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে র্যাব ও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। বেশ কিছু দিন ধরে অজ্ঞাত স্থান থেকে বিএনপির পক্ষে বিবৃতি দিয়ে কর্মসূচি ঘোষণা করছিলেন সালাহ উদ্দিন আহমেদ।