৫২ রাজনীতি ডেস্ক ।।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় অবস্থানে রয়েছে বিএনপি। পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের উদ্যোগের দিকে তাকিয়ে আছে দলটি। বিএনপি নেতারা মনে করছেন, দেশের অচলাবস্থা নিরসনে সরকারকে তার অনমনীয় অবস্থান থেকে সরে এসে আলোচনায় বসতে হবে।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলছে হরতাল-অবরোধ। দলের কয়েকজন নেতা তার সঙ্গে গুলশান কার্যালয়ে অবস্খান করছেন। ভারপ্রাপ্ত মহাসচিবসহ কোনো কোনো নেতা কারাগারে, অন্যরা চলে গেছেন আত্মপোপনে।
হরতাল-অবরোধের কর্মসুচি জানানো চচ্ছে গণমাধ্যমে বিবৃতি দিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান মনে করেন, গণতন্ত্র বাঁচানোর বাধ্য হয়েই আন্দোলন করছে বিএনপি। তার মতে, অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকেই উদ্যেগ নিতে হবে।
দুমাসের বেশি সময় ধরে আন্দোলন চললেও রাজপথে নেই নেতাকর্মীদের উপস্থিতি। হরতাল-অবরোধও চলছে ঢিমেতালে। পেট্রল বোমা-নাশকতার ঘটনায় শঙ্কিত জনগণ।