৫২ জাতীয় ডেস্ক ।।
মংলা বন্দরের শিল্প এলাকায় সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মানাধীন ধসে যাওয়া ভবন থেকে এই পর্যন্ত ৫ জনের মৃতদেহ ও আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে, আটকে আছে অর্ধশতাধিক। উদ্ধার কাজ চলছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় ঘটনাস্থল থেকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আরিফ নাজমূল হাসান ও মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া এ ঘটনায় জীবিত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন বড় ধরনের একটি ভবনের ছাদ ঢালায়ের কাজ চলছিল। হঠাৎ আজ দুপুরে ভবন ধসের ঘটনা ঘটে। তবে ভিতরে কত লোক আটকে আছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।