৫২ জাতীয় ডেস্ক ।।
বহুল আলোচিত ফেসবুক পেইজ ‘বাঁশেরকেল্লা’র প্রধান এডমিন কে এম জিয়াউদ্দিন বাহারকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তবে বাঁশেরকেল্লা তা অস্বীকার করেছে।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ক্যাডেট কলেজের আবাসিক এলাকার একটি বাসা থেকে বাহারকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। আজ (শুক্রবার) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “বাহার বাঁশেরকেল্লাসহ অর্ধশতাধিক ফেসবুক পেজের এডিটোরিয়াল এডমিন ছিলেন। জিজ্ঞাসাবাদে বাহার জানিয়েছেন, তিনি ফেসবুকে নিজ নামে ও ছদ্মনামে এসব ফেসবুক পেইজ পরিচালনা করে আসছিলেন। এসব ফেসবুক আইডি ও ইমেইলের মাধ্যমে বাহার দেশের বিশিষ্ট ব্যক্তি, পুলিশ, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য, গ্রাফিক্স (ছবি) প্রচার করতেন।“