পঞ্চগড় প্রতিনিধি।।
তেঁতুলিয়া সীমান্তে আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ) অতর্কিতভাবে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সীমান্তলগ্ন সিদ্দিকনগর গ্রামবাসী। গ্রামবাসী ও বিজিবি জানায়, সীমান্তের ৪৪৩/৮এস সাব পিলার অতিক্রম করে সীমান্তের ১শ গছ অভ্যন্তরের সিদ্দিক নগর গ্রামের জহিরুল হকের বাড়িতে প্রবেশ করে মুড়িখাওয়া টহলরত বিএসএফ। এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় গ্রামবাসীর সাথে বিএসএফ জোয়ানদের হাতাহাতিতে এক পর্যায়ে বিএসএফ জোয়ানের ব্যবহৃত মোটোরোলা ব্রান্ডের ৬৬/৯৭১ মডেলের একটি ওয়ারলেস ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি খবর পেয়ে ওয়ারলেসটি উদ্ধার করে। এ ঘটনায় তাৎক্ষণিক সময়ে বিজিবি-বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে নদী মহানন্দায় ৪৪৩ বরাবরে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আগামীকাল শনিবার সিও পর্যায়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ যে, তেঁতুলিয়া সীমান্তে দীর্ঘদিন ধরেই বিএসএফ আতংক বিরাজ করছে। কখনো বাংলাদেশ ভূখন্ডে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে প্রবেশ করে তান্ডবলীলার নকশা আঁকছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)। এ ব্যাপারে তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার জসিম আগামীকাল সিও পর্যায়ে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা হবে বলে জানান। গত ৬ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টার দিকে মমিনপাড়া সীমান্তে বাংলাদেশ ভূখন্ডে ঢুকে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে আতঙ্কগ্রস্ত করে তুলে। এরও আগে ৫ অক্টোবর/১৪ সকাল ১০ টায় সীমানা পিলার ৪৪৮ অতিক্রম করে ভারতের ফাঁসিদোহা বিএসএফ ক্যাম্পের ১৫/১৬ জন সদস্য ও শতাধিক ভারতীয় বাংলাদেশের কাশীমগঞ্জ গ্রামে প্রবেশ করে ১০/১২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি ও বাড়ী ঘর তল্লাশী করতে থাকে। এ সময় বাংলাদেশীরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা তাদের মারধর করে বাড়ীঘর ভাংচুর ও মালামাল লুটপাঠ করে ভারতে ফিরে যায়। এসব ব্যপারে সীমান্ত উত্তেজনা, বাংলাদেশ ভূখন্ডে বিএসএফের অবৈধ প্রবেশ নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।