৫২ মফস্বল ডেস্ক ।।
৪৩নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগনেতা প্যানেল মেয়র-১ আসাদুর রহমান কিরণকে শুভেচ্ছা জানিয়ে ৪৩ নং ওয়ার্ড এর পক্ষ থেকে গণ সংবর্ধনাদেয়া হয়।
সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহনগন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্জ এডঃ আজমতউল্লা খান, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়াডের কাউন্সিলর গন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদ সিদ্দিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আজমতউল্লা খান বলেন ‘মান্নান সাহেব মেয়র হওয়ার পর দাতা সংস্থার কাছ থেকে পার্সেন্টিস চাওয়ায় তারা তাদের অনুদানের টাকা ফেরত নেয়। এর মধ্যে ইউ এন ডিপির ১২ কোটি টাকার ৭ কোটি টাকা ফেরত নেয়।’
তিনি আরও অভিযোগ করেন গাজীপুরের জেলা প্রশাসক ময়লা নিষ্কাসনের জন্য ড্যাম্পিং স্টেশন স্থাপনের জন্য ১৭ বিঘা জায়গা দিতে চাইলেও তিনি তা নেননি।
জাতীয় পাটির আসাদ সিদ্দিক তার বক্তব্যে বলেন গত সিটি নিবাচনে আমি ও আমার দল জনগনের সাথে প্রতারণা করে মান্নানের পক্ষে ভোট চেয়েছি, আমি আমার সেই প্রতারণার জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি।
গণ সংবর্ধনায় প্যানেল মেয়র-১ আসাদুর রহমান কিরণ গাজীপুরকে ১৮ দিনের মধ্যে ময়লা আবর্জনা মুক্ত পরিস্কার পরিচ্ছন্ন নগরী করবেন বলে আশ্বাস দেন, এবং পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের নাগরিকদের আধুনিক নাগরিক সেবা প্রদানের জন্য সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাবেন।