৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের একমাত্র শত্রু হচ্ছে মার্কিন সরকার। কারাকাসে এক সমাবেশে তিনি এ কথা বলেন। মাদুরো আরো বলেছেন, আমেরিকার জনগণ নয় বরং দেশটির সরকার ভেনিজুয়েলার জন্য সবচেয়ে বড় হুমকি। যদিও আন্তর্জাতিক সমাজ কারাকাসের পাশে রয়েছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেছেন,“ আমাদের জনগণ মার্কিন সাম্রাজ্যবাদী সরকারের আগ্রাসন প্রত্যাখ্যান করেছে। বিশ্বে এমন কোনো সাম্রাজ্যের অস্তিত্ব নেই যা ভেনিজুয়েলার জনগণকে পরাজিত করতে পারে।” মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বললেন।
চলতি সপ্তাহের শুরুতে ওবামা বলেছেন, ভেনিজুয়েলার সরকার হচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ওবামার ওই মন্তব্যের নিন্দা জানিয়ে মাদুরোর প্রতি সমর্থন ঘোষণা করেছে কিউবা, আর্জেন্টিনা ও ইকুয়েডর। কিউবা এক বিবৃতিতে বলেছে- “কোনো স্বার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অধিকার কারো নেই এবং কোনো ভিত্তি ছাড়াই স্বার্বভৌম রাষ্ট্রকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা দেয়ারও অধিকারও কেউ রাখে না।”