এস.কে.দোয়েল, পঞ্চগড় ।।
পঞ্চগড় তেঁতুলিয়া সীমান্তে বাংলাদেশ ভুখন্ডের একটি গ্রামে আবারও নাশকতার উদ্দেশ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)। তার দায়ের কারণে বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার আকরামুল হক ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার নায়েক জসিম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন মেজর রাওয়া, ৬৬ ব্যাটালিয়নের অধিনায়ক কে গণেশ ও কিষানগঞ্জের কদমতলা কমান্ডার এস কে মাহেলা প্রতিনিধি দল।
গ্রামবাসী ও সীমান্তসূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ সীমান্তের ৪৪৩/৮এস সাব পিলার অতিক্রম করে ১শ গছ অভ্যন্তরের বাংলাদেশি সিদ্দিক নগর গ্রামের স্থায়ী বাসিন্দা জহিরুল হকের বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ।
ওই সময় গ্রামবাসীর প্রতিরোধের মটোরোলা ব্রান্ডের ৬৬/৯৭১ মডেলের একটি ওয়ারলেস ফেলে রেখে জান নিয়ে পালিয়ে যায় মুড়িখাওয়া টহলরত বিএসএফ । এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিবাদ করে সিদ্দিকনগর সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকে কোন কারণ ছাড়াই বিএসএফ বাংলাদেশ ভূখন্ডের সীমানার বাড়ি ঘরে অবৈধভাবে প্রবেশ করে কোন প্রকার ভয়ভীতি, নাশকতা ও বিনাকারণে গুলিবর্ষণ করা যাবে না। মর্মে উভয় পক্ষ একমত হয়েছে। এ ছাড়া মহানন্দা নদীতে পাথর উত্তোলন নিয়ে বিএসএফের কোন সাড়া পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ। তবে নদী মহানন্দায় পাথর উত্তোলন ও জিরোলাইন পার হওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।