দগ্ধরা হলেন আশুলিয়ার একটি কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার (৩৫) ও রিকশা চালক আবদুর রশিদ (৩৫)।
দগ্ধদের স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক সুলাতানা রাজিয়া জানান, পেট্রোল বোমায় নিতাইয়ের দুই শতাংশ ও রশিদের ৩৯ শতাংশ পুড়ে গেছে। রশিদের অবস্থা বেশ আশঙ্কাজনক।