৫২ রাজনীতি ডেস্ক ।।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আরও ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। এ ঘোষণার মাধ্যমে টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে হরতাল দিল ২০ দল।
শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু সাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, “চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী অবরোধ পালনের পাশাপাশি গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায় ভাবে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার আশু মুক্তি দাবিতে রবিবার ভোর ৬টা থেকে আগামী বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘন্টা অবিরাম হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ‘গ্রেফতার’ এর প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে।
বিবৃতিতে, শুক্রবার সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ যে ‘অশোভন ও শিষ্টাচার বহির্ভূত’ বক্তব্য দিয়েছেন তারও প্রতিবাদ জানানো হয়। বলা হয়েছে, “গত ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে গণভবনে আওয়ামী লীগ নির্বাচন প্রস্ততি কমিটি ও দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সভানেত্রীর সূচনা বক্তব্যে শেখ হাসিনা নির্বাচনের পরেও আলোচনা অব্যাহত রাখার এবং সমঝোতা হলে সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের অঙ্গীকার করেছিলেন। সেদিন সকল টিভি চ্যানেলে এবং পরদিন সকল জাতীয় দৈনিকে সেই বক্তব্য প্রচারিত ও প্রকাশিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সেই অঙ্গীকারের কথাই তুলে ধরেছেন। সেই অঙ্গীকার ভঙ্গ করে নতুন নির্বাচনের এমনকি সমঝোতার লক্ষ্যে আলোচনায় বসতেও আওয়ামী লীগ অস্বীকার করে চলেছে। জনাব হানিফ সেই অঙ্গীকারের কথাই এখন বেমালুম অস্বীকার করেছেন। আমরা এর নিন্দা জানিয়ে এ ধরনের বদ অভ্যাস থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
চলমান সংকট নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ২০০৯ সালে শেখ হাসিনা আলোচনা অব্যাহত রাখা ও সমঝোতা হলে নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের কথা বলেছিলেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন।
বরকত উল্লাহ বুলু বলেন, দেশব্যাপী চলমান আন্দোলন অব্যাহত রাখার যে ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের তাতে পূর্ণ সমর্থন রয়েছে। বিবৃতিতে হরতাল কর্মসূচি সফল করতে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।