৫২ মফস্বল ডেস্ক।।
টঙ্গীর বিসিক এলাকার সর্দার এ্যাপারেলস কারখানার প্রায় ৩ শতাধিক শ্রমিক তাদের পাওনা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বিক্রি ও বন্ধ করে দেওয়ায় গতকাল রোববার সকালে টঙ্গী থানা ঘেরাও করে।
এসময় শ্রমিকরা বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে। টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন সোমবার মালিক পক্ষের সাথে কথা বলে তাদের পাওনা পরিশোধ ও সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা ফিরে যান।
শ্রমিক আরিফ, সবুজ ও অন্যান্যরা জানায়, বিসিক এলাকার সরদার এ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ কারখানায় কর্মরত শ্রমিকদের কোন প্রকার নোটিশ না দিয়ে তাদের কারখানা কয়েকদিন পূর্বে ব্রাইট ইন্ডাষ্ট্রি নামের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। ব্রাইট কর্তৃপক্ষ কারখানা বুঝে পেয়ে শ্রমিক ছাটায়ের পায়তারা শুরু করে।
এখবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে গত শনিবারও তারা কর্মবিরতি পালন করে। পরে গতকাল রোববার প্রতিদিনের ন্যায় কারখানা গেটে গিয়ে মুল ফটকে তালা ঝুলতে দেখে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং ভাংচুরের চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করে। পরে টঙ্গী থানার ওসি তাদেরকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।
কারখানার সুইং অপারেটর রুমা আক্তার বলেন, আমরা গত ২০০১ সাল থেকে সরদার কারখানায় কাজ করে আসছি। তারা আমাদের সার্ভিস চার্জ, ১৩০দিনের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা অসহায় হয়ে পাওনা আদায়ের জন্য থানা ঘেরাও করেছি।